আগরতলা, ৩০ অক্টোবর : প্রসঙ্গত, কিছুদিন আগে ত্রিপুরায় স্কাউট ও গাইড এর নতুন কমিটি গঠিত হয়েছিল,। ওই কমিটি নিয়ে বিতর্কের দেখা দিয়েছিল। এই বিতর্কের অবসানে আজ যুব ও ক্রিয়া বিষয়ক দপ্তরের সম্মুখে ত্রিপুরা রাজ্য স্কাউট এবং গাইড এর কিছু সদস্য জড়ো হন। পূর্ব কমিটি ভেঙ্গে নতুন করে কমিটি গঠনের দাবিতে তারা দপ্তরের অধিকর্তা এস বি নাথের কাছে ডেপুটেশন প্রদান করেছে।