নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর: বুধবার আগরতলার রামঠাকুর সংঘ এলাকায় শীতলাতলী উন্নয়ন সংঘের উদ্যোগে শ্যামামায়ের পূজা উপলক্ষে মায়েদের মধ্যে বস্ত্র বিতরন করা হয়।
দীপাবলি উৎসবকে কেন্দ্র করে রাম ঠাকুর সংঘ এলাকার শীতলাতলী উন্নয়ন সংঘ নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার এলাকার দুস্ত মা-বোনদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়া বসে আঁকো প্রতিযোগিতায় হয়েছিল তাদেরকে পুরস্কৃত করেন সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন ক্লাব কর্মকর্তা ও সদস্যরা।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের মিলনে দীপাবলি উৎসব সকলের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক। সকলকে আনন্দ উল্লাসে দীপাবলি উৎসব পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। শীতলাতলী উন্নয়ন সংঘ দীপাবলি উপলক্ষে বস্ত্র বিতরণের যে উদ্যোগ গ্রহণ করেছে সেজন্য সংঘের কর্মকর্তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।