বালিয়া, ৩০ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের বালিয়ায় দুর্ঘটনার কবলে পড়লো একটি বাস। ওই বাসে বিহার স্পেশাল আর্মস পুলিশ কর্মীরা ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পুকুরে পড়ে যায় বাসটি। এই দুর্ঘটনায় ২৯ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। সবাই আপাতত স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বাইরিয়াতে।বালিয়ার পুলিশ সুপার বিক্রান্ত বীর বুধবার সকালে বলেছেন, “বিহার স্পেশাল আর্মস পুলিশের ১৮-তম ব্যাটালিয়নের একটি কোম্পানি প্রাইভেট বাসে দেহরি-অন-সোন থেকে যাওয়ার সময় বাইরিয়াতে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ২৯ জন জওয়ান আহত হন। আহতদের উদ্ধার করার পরে বাইরিয়া থানার আধিকারিকরা হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে ১০ জনকে সুচিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। সকলের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।”