নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩০ অক্টোবর: কমলপুর কমলেশ্বরী কালীবাড়ীর কালীপূজা এবার ১১৫ বছরে পা দিয়েছে। এ বছর বেশ জাকজমকপূর্ণভাবে পূজার আয়োজন করা হয়েছে। পরিচালন কমিটির দ্বারা চলছে প্রস্তুতি।
ধলাই জেলার মধ্যে প্রাচীনতম কালী মন্দির কমলেশ্বরী কালীবাড়ী। ২০০৯ সালে শতবর্ষ উপলক্ষে সরকারিভাবে জাঁকজমকপূর্ণ পূজা উদযাপন করা হয়েছিল। প্রতি বছর পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে শহর সহ মহকুমার নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন কমলেশ্বরী মন্দিরে কালী মায়ের পূজো দিতে। ফলে প্রচুর দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। পুলিশ প্রশাসন হিমসিমে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে মন্দির প্রাঙ্গনে লাগানো হয় সিসি ক্যামেরা।পূজোর দিবারাত্রির দর্শনার্থীদের ভিড় থাকে। কমলেশ্বরী কালী মা জাগ্রত বলে কেউ কেউ অভিহিত করেন।
কমলেশ্বরী কালী বাড়ী সমন্ধে পরিচালন কমিটির সভাপতি পিন্টু শর্মা জানান, এবার কমলেশ্বরী কালী বাড়ীর কালী পূজা এবার ১১৫ বছরে পা দিয়েছে। চিরাচরিত রীতি অনুযায়ী পূজা হয়ে আসছে। মায়ের নিশি পূজা নিয়ম মেনে করা হয়। নিশি পূজায় অগনিত দর্শনার্থীরা অংশগ্রহণ করে পূজার্চনা করে পূজার প্রসাদ গ্রহন করেন।
মন্দিরের পূজারী মুকুল ভট্টাচার্য্য বলেন, কমলেশ্বরী মন্দিরে ১১৫ বছর ধরে পূজা হয়ে আসছে। এখানকার কালী মন্দির খুব জাগ্রত। প্রতি অমাবস্যায় ও দীপাবলি উৎসবে প্রচুর ভক্ত বৃন্দরা আসেন নিয়ম মেনে পূজো দিতে পরে প্রসাদ গ্রহন করেন।