কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): সমুদ্রের তলদেশে ভূ-কম্পন। তবে তা সুনামির আকার নেয়নি। মঙ্গলবার সকাল ৯.২২ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বঙ্গোপসাগরের তলদেশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয়েছে, ভূ-পৃষ্ঠ থেকে ১৬.১ কিলোমিটার নিচে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে আরও জানানো হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্টব্লেয়ার থেকে ৫৩৩ কিলোমিটার এবং চেন্নাই থেকে ৮২৯ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।