বক্সনগর, ২৯ অক্টোবর: এ যেন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। এলাকাবাসীর সামনে এক অসহায় গৃহবধূর উপর সাতজন মিলে মানসিক ও দৈহিক নির্যাতন চালিয়েছে। ওই ঘটনায় কমলচৌড়া থানাধীন বাগবের এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী সময়ে সাতজন অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, কমলচৌড়া থানাধীন বাগবের এলাকায় পরকীয়া সন্দেহে স্হানীয় একদল যুবক এক মহিলাকে ডেকে এনে প্রথমে প্রচন্ড মারধর করে। তারপর গৃহবধূর উপর এলাকাবাসীর সামনে মানসিক ও দৈহিক অত্যাচার চালায়। কিন্তু দূর্ভাগ্যের বিষয় এলাকাবাসীরা এগিয়ে আসেন নি। গৃহবধূকে এতটাই প্রহার করা হয়েছিল সে এখনও পর্যন্ত অসুস্থ অবস্থায় ঘরে শায়িত রয়েছেন। তাছারা, গৃহবধূকে মামলা দায়ের করলে প্রানে মারার হুমকিও দেওশা হয়েছিল। কিন্তু ঘটনা চলাকালীন কোন এক ব্যক্তি আট সেকেন্ডের জন্য বিষয়টি রেকর্ড করে ফেলে। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েতে এলাকায় আতঙ্ক দেখা দেয়। সেই ভিডিও দেখে তাবড় তাবড় পুলিশ আধিকারিকদের চক্ষু চড়কগাছ।
শেষ পর্যন্ত পুলিশের উপর মহলের নির্দেশ অনুসারে ২৮ অক্টোবর কলমচৌড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। পরবর্তী সময়ে থানায় ৭ জন অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৭০/২০২৪। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে ১২৬/৮৭/৭৬/১১৭(২)(৩) ধারায় মামলা গ্রহণ করে। অভিযুক্তরা প্রত্যেকে পলাতক বলে জানা যায়। অভিযুক্তরা হলেন, শিরুজিৎ দাস, কাজল দাস, ইন্দ্রজিৎ দাস, কুটু সরকার, মন্টু দাস, পায়েল দাস এবং সরমিত দাস। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।