অযোধ্যা, ২৯ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যার রাম কথা পার্কে একটি জমকালো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে উত্তর প্রদেশের ললিত কলা একাডেমি দ্বারা রামায়ণের চিত্রিত অনেক শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। ২৮ অক্টোবর, মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী। চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। মোট ৩ দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ললিত কালা শিল্পীদের দ্বারা তৈরি অনেক ভাস্কর্যও রয়েছে যা ভগবান রামের জীবন ও সংগ্রামকে চিত্রিত করে। ভগবান রাম ও রামায়ণ সম্পর্কিত এই প্রদর্শনী ঘুরে মুগ্ধ দর্শনার্থীরা।