BRAKING NEWS

বুধবার থেকেই শুরু নবসৃষ্ট অভয়া-মঞ্চের কার্যক্রম

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): বুধবার থেকেই শুরু হচ্ছে ৮০টি সংগঠন মিলে তৈরি অভয়া-মঞ্চের কার্যক্রম। এর পর পর্যায়ক্রমে চলবে তাদের নানা আন্দোলন।  

বুধবার রয়েছে জুনিয়র চিকিৎসকদের ‘টর্চ জ্বালো’ কর্মসূচি। সেখানে তারা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন মশাল হাতে। সেই মিছিলেও অংশ নেবে এই অভয়া মঞ্চ।

এছাড়াও ৪ নভেম্বর সন্ধ্যা সাতটা থেকে রাত তিনটে পর্যন্ত ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচির ডাক দিয়েছে তারা। ৯ নভেম্বর রানি রাসমণি রোডে জমায়েত করা হবে। এরপর তারা জয়নগর থেকে জয়গাঁও জাঠা কর্মসূচিও নিয়েছে । যা পরবর্তী সময়ে প্রকাশ্যে আসবে।

জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের সঙ্গে প্রায় আশিটা সংগঠন মিলে গঠিত হয়েছে অভয়া মঞ্চ। সিনিয়র চিকিৎসকরা ছাড়াও সেখানে রয়েছে আরও অন্যান্য অরাজনৈতিক রেজিস্টার্ড সংগঠন। সোমবার এই মঞ্চ গঠন করা হয়েছে। অভয়া মঞ্চের তরফে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে কর্মসূচি গ্রহণ করবে, সবেতেই তারা অংশ নেবে ।

মূলত এই অভয়া মঞ্চের প্রধান দাবি হল, আর জি কর হাসপাতালের নির্যাতিতার ন্যায়বিচার। তবে এর পাশাপাশি তারা সরব হবে রাজ্যের মেডিক্যাল কলেজগুলির থ্রেট কালচারের বিরুদ্ধেও । মেডিক্যাল কলেজগুলির পাশাপাশি, সমাজের যেখানে যেখানে থ্রেট কালচার দেখা যাবে, সেখানেই তারা আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছে অভয়া মঞ্চ। পাশাপাশি তারা নারী-পুরুষ নির্বিশেষে সমাজে প্রান্তিক লিঙ্গের মানুষেরও সম্মান রক্ষার্থে আন্দোলন করবে বলে জানিয়েছে।  চিকিৎসক মনীষা আদত, পুণ্যব্রত গুণ এবং তমোনাশ চৌধুরীর নেতৃত্বে প্রাথমিক পর্যায়ে এই অভয়া মঞ্চ গড়ে উঠেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *