নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর: বিজেপি বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে এ বছরও দ্বিতীয় বর্ষ দীপাবলি উৎসব ও কালী পূজার আয়োজন করা হয়েছে। ৩০ অক্টোবর সন্ধ্যা ছয়টায় মুখ্যমন্ত্রীর ডক্টর মানিক সাহা তিন দিনব্যাপী দেওয়ালী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বড়দোয়ালী মন্ডল এর উদ্যোগে ২য় বর্ষ কালী পুজোর আয়োজন করা হয়েছে রবীন্দ্রভবনের সামনে। তাকে সামনে রেখে আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মন্ডল অফিসে। পুজো কমিটির চেয়ারম্যান তথা মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলনে পুজোর বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
তিনি জানান ৩০ অক্টোবর থেকে পহেলা নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কালীপূজা ও দীপাবলীর উপলক্ষে রাজ্যের ও বহির্জ্যের শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পহেলা নভেম্বর সকলের মধ্যে প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যসভার সাংসদ তথা বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।