BRAKING NEWS

ঋষিকেশ এইমস-এর হেলিপ্যাডে হেলিসার্ভিসের সূচনা, ড্রোন পরিষেবারও শুভারম্ভ 

ঋষিকেশ, ২৯ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের ঋষিকেশ এইমস-এর হেলিপ্যাডে সূচনা হল হেলিসার্ভিসের। এছাড়াও ড্রোন পরিষেবারও সূচনা হয়েছে মঙ্গলবার। ঋষিকেশ এইমস-এর হেলিপ্যাডে মঙ্গলাবার থেকে হেলিসার্ভিস শুরু হয়েছে। এই অনুষ্ঠানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধমি, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু এবং এইমস-এর ডিরেক্টর সহ হেলি বাস সার্ভিস টিম উপস্থিত ছিলেন। এর পাশাপাশি ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ওষুধ পাঠানোর জন্য ড্রোন পরিষেবাও চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *