আগরতলা, ২৯ অক্টোবর: এক দেশ এক ভোট বাতিল সহ চার দফা দাবিতে সরব হয়েছে সিপিআইএম।আজ এরই প্রতিবাদে সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয়েছে। এদিনের মিছিলটি যোগেন্দ্রনগর পার্টির মহকুমা অফিস থেকে শুরু করে যোগেন্দ্রনগর বাজারে গিয়ে শেষ হয়।
এদিন রতন দাস বলেন, কেন্দ্রীয় সরকার এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করতে চাইছে। এই ব্যবস্থা গনতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। পাশাপাশি, বিজেপি সরকারের ক্ষমতায় আসার পর জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। তাছাড়া, রাজ্যে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে গিয়েছে। প্রতিনিয়ত মহিলার নির্যাতনের শিকাট হচ্ছেন। এরই প্রতিবাদে সরব হয়েছে সিপিআইএম। এদিন তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার এক দেশ এক ভোট বাতিল করার দাবি জানিয়েছেন।