হাইলাকান্দি (অসম) ২৮ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায় জন সুরক্ষা স্কিমের অধীনে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকদের বীমা করানোর জন্য আগামী ২ নভেম্বর থেকে জেলা জুড়ে শিবির স্থাপন করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে দুই নভেম্বর জেলার আটটি স্থানে এই শিবির গুলি অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আওতায় জনসাধারণকে আনতে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য প্রধানমন্ত্রী জীবনজুতি জীবনা বীমা যোজনায় বার্ষিক ৪৩৬ টাকা প্রিমিয়াম দিয়ে ২ লক্ষ টাকা বীমার সংস্থান রয়েছে। পাশাপাশি বার্ষিক 20 সবটাকা প্রিমিয়াম দিয়ে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় ২ লক্ষ টাকা বীমা করার সংস্থান রয়েছে। জনসাধারণকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে ২ নভেম্বর থেকে জেলার সব কয়টি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শিবির খোলা হবে। এতে ব্যাংকের কর্মকর্তারা শিবিরে উপস্থিত থেকে জনসাধারনকে এই বীমা প্রকল্পের আওতায় নিয়ে আসবেন। জনসাধারণকে এই স্কিমে নিয়ে আসার সুযোগ গ্রহণ করতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। জনসাধারণকে তাদের ব্যাংক একাউন্টের পাসবুক এবং আধার কার্ড নিয়ে সংশ্লিষ্ট জিপির শিবিরে উপস্থিত থাকতে বলা হয়েছে। ২ নভেম্বর যেসব জিপি কার্যালয়ে শিবির অনুষ্ঠিত হবে সেগুলি হল, আলগাপুর, উত্তর কাঞ্চনপুর, বাশডর-বড়হাইলাকান্দি, চাঁন্দপুর-উজানকোপা, আপিন-রংপুর, সাহাবাদ এবং আয়নাখাল জিপি।এরপর ৮ নভেম্বর বক্রিহাওর, পাচগ্রাম, বাহাদুরপুর, সুদর্শনপুর-বন্দুকমারা,দিননাথপুর, কৈয়া-রামচন্ডি, সুদর্শনপুর- কালাছড়া। ৯ নভেম্বর দাড়িয়াঘাট- কারিছড়া জিপি, ১৬ নভেম্বর চীপরসাঙ্গন, মাটিজুরি-পাইকান,শিরিষপুর,ধলাই-মলাই, চন্দ্রপুর, পূর্বকিত্তারবন্দ-রাজ্যেশ্বরপুর, ঘাড়মুরা, ২১ নভেম্বর যসনাবাদ-উমেদনগর, ২২ নভেম্বর মোহনপুর-বার্ণিব্রিজ, নিতাইনগর, নিমাই চাঁদপুর, কাটলিছড়া, ৩০ নভেম্বর চন্ডিপুর, গাঙ্গপার-ধুমকর, মাহমুদপুর -জয়কৃষ্ণপুর ,বরুনছড়া-কুকিছড়া,সোনাছড়া-রূপাছড়া, ৭ ডিসেম্বর বাঁশবাড়ি, পশ্চিম মোহনপুর,ভাটিরকুপা, ধলছড়া -বিলাইপুর, পালইছড়া-সুলতানিছড়া, ১৩ ডিসেম্বর কালিনগর, সৈদবন্দ,বাওয়ারঘাট, নিজবার্নারপুর-সর্বানন্দপুর, কিল্লারবাগ-ঝালনাছড়া, ২১ ডিসেম্বর মোহনপুর, বোয়ালিপার, নারায়নপুর-তোপখানা, রতনপুর, হরিশনগর, লালছড়া-বার্নারপুর, মনাছড়া, রাজ্যেশ্বরপুর, ধলাই বাগান, মনিপুর -নিস্কর, এবং ২৭ ডিসেম্বর উত্তর নারাইনপুর, কাঞ্চনপুর, রাঙ্গাবাক,রাঙ্গাউটি, বড়বন্দ, লালামুখ, নিশ্চিন্তপুর, টান্টুধনীপুর, জামিরা জিপিতে শিবির অনুষ্ঠিত হবে। শিবির গুলি প্রতিদিন বেলা বারোটায় শুরু হবে।
2024-10-29