BRAKING NEWS

বাংলাদেশে পাচারকালে উদ্ধার পালসার বাইক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর:
বাংলাদেশের পাচারকালে উদ্ধার করা হয়েছে একটি পালসার বাইককে। সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা বাইকটি মধুপুর থানার হেফাজতে রয়েছে।

গভীর জঙ্গল থেকে পালসার বাইক উদ্ধার করলো মধুপুর থানা পুলিশ সোমবার ভোর রাতে। বর্তমানে মধুপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে উদ্ধারকৃত পালসার বাইকটি। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ অরবিন্দনগর এলাকায় গভীর জঙ্গল থেকে টিআর০১_একিউ_৯৩১১ নম্বরের একটি পালসার  বাইক উদ্ধার করে। পশ্চিম ত্রিপুরা থেকে উক্ত বাইকটি চুরি করে চোরের দল বাংলাদেশে পাচার করতেই অরবিন্দনগর এলাকায় গভীর জঙ্গলে সেই বাইকটিকে লুকিয়ে রেখেছিলো‌।

কিন্তু পুলিশের কাছে সে বাইকটি লুকিয়ে রাখার খবর আসতেই ঘটনাস্থলে ছুটে গিয়ে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি বাইকটি উদ্ধারের বিষয়ে মধুপুর থানার ওসি রাজ্যের সমস্ত থানায় মেসেজ পাঠিয়েছেন। এনিয়ে সোমবার দুপুরে থানা চত্বরে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন ওসি দেবজিৎ চ্যাটার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *