গুয়াহাটি, ২৮ অক্টোবর (হি.স.) : আজ সোমবার থেকে সমগ্র উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে ‘সতর্কতা সচেতনতা সপ্তাহ’ শুরু হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এনএফ রেলওয়ের মুখ্য কার্যালয় চত্বরের ড. ভূপেন হাজরিকা সভাগৃহে এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (কনস্ট্রাকশন)-এর জেনারেল ম্যানেজার অরুণ কুমার চৌধারী মালিগাঁওস্থিত জিএম (কন) কার্যালয়ে সততার শপথ পাঠ করান।
সমগ্র উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পরিবারভুক্ত কর্মচারীদের সাথে সমস্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার নিজেদের সংশ্লিষ্ট ডিভিশনগুলিতে সততার শপথ গ্রহণ করেন। এই শপথের প্রধান লক্ষ্য হলো সমস্ত কার্যকলাপের ক্ষেত্রে সততা ও স্বচ্ছতা নিয়ে আসা, যার ফলে কর্মক্ষেত্রের পরিবেশ সহ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে দুর্নীতি মুক্ত করা যাবে। ২০২৪-এর এই সচেতনতা সপ্তাহের থিম “দেশের সমৃদ্ধির জন্য সত্যনিষ্ঠার সংস্কৃতি”-এর ভিত্তিতে হবে। সপ্তাহব্যাপী এই অভিযানের সমাপ্তি ঘটবে আগামী ৩ নভেম্বর।