আগে তো জিততে দিন, বিরোধীদের পাল্টা মন্তব্য প্রিয়াঙ্কা গান্ধীর

কালপেট্টা, ২৮ অক্টোবর   (হি.স.): সোমবার নির্বাচনী প্রচারে    তৎপর    কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।     প্রচারে    নেমে বিরোধীদের   প্রশ্নের    পাল্টা জবাব   দিলেন তিনি।কেরলের    ওয়ানাড লোকসভা আসনের    উপ নির্বাচনে ইউডিএফ জোটের প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার    প্রচারে    বেরিয়ে নির্বাচনী এলাকায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর    অনুপস্থিতি নিয়ে বিজেপি এবং এলডিএফ-এর    অভিযোগের    ভিত্তিতে প্রশ্ন করা    হলে পাল্টা সাংবাদিকদের   প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আগে তো জিততে দিন আমাকে। আমি নির্বাচিত হলে তারা    দেখুক আমি এখানে কতটা সময় কাটাই। সোমবার    প্রচারে    বেরিয়ে ওয়ানাডে ভূমিধস প্রসঙ্গে কংগ্রেস নেত্রী তথা ওয়ানাড লোকসভা উপনির্বাচনের    প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমি এই নিয়ে আওয়াজ তুলব। আমি বিশ্বাস করি    অনেকেই ক্ষতিপূরণ পায়নি। সরকারের    আর্থিক সহায়তা করার    কথা, যা তারা    করেনি। আমি এই সমস্ত বিষয়গুলি অবশ্যই তুলে ধরবো, বলেন কংগ্রেস নেত্রী।