BRAKING NEWS

কলকাতার বিশ্বস্বীকৃতি মমতা, গৌরবের মুহূর্ত ভাগ করে নিলেন মমতা

কলকাতা, ২৮ অক্টোবর (হি.স.): ভ্রমণ ও অবসর কাটানোর শহর হিসাবে বিশ্বের সেরা ২৫ শহরের মধ্যে ১৯ নম্বরে রয়েছে কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সামাজিক মাধ্যমে নিজেই শেয়ার করেছেন সে খবর।

উন্নয়নের দিক থেকে কলকাতার স্থান ১১ নম্বরে। বায়ুর মানের বিচারে দ্বিতীয় সেরা মেট্রো শহরের তকমা পেয়েছে কলকাতা।

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘কলকাতা বিভিন্ন ক্ষেত্রে একাধিক বিশ্বমানের স্বীকৃতি পেয়েছে। এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। ‘ট্রাভেল + লেজায়ার্স অ্যানুয়েল ওয়ার্ল্ড’স বেস্ট অ্যাওয়ার্ড’স সার্ভে ফর ২০২৪’-এ বিশ্বের মধ্যে ১৯ নম্বর স্থানে রয়েছে কলকাতা। ‘স্যাভিলস’ গ্রোথ হাবস’ ইনডেক্স-এ উত্তরোত্তর বিকাশের নিরিখে বিশ্বের দরবারে ১১ নম্বরে রয়েছে কলকাতা। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন মেট্রো শহরের বায়ুর মানের দিক থেকে কলকাতা দ্বিতীয় স্থানে।’

মুখ্যমন্ত্রীর সংযোজন, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন, উন্নয়নের হাতে হাত রেখে এগনো এবং পরিবেশ নিয়ে সচেতনতা এক পংক্তিতে রেখেই কীভাবে চলা যায় তা এ শহর দেখিয়ে দিয়েছে। কলকাতার সকলের সহযোগিতা ছাড়া তা কখনওই সম্ভব হতো না বলেও লেখেন মমতা। ‘আগামীতে আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল হোক এ যাত্রা। জয় হিন্দ, জয় বাংলা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *