BRAKING NEWS

হিসার: শস্য বাজার পর্যবেক্ষণ বিধায়ক রণধীর পানিহারের 

হিসার, ২৮ অক্টোবর (হি.স.): হরিয়ানার নলওয়া-র বিধায়ক রণধীর পানিহার শস্য বাজারে পৌঁছে ফসল উত্তোলনের বিষয়ে খোঁজখবর নেন সোমবার। এসময় তিনি কৃষক ও আড়তদারদের সঙ্গে বাজরা, ধান, বাদাম-সহ অন্যান্য উৎপাদিত শস্যের বিষয়ে কথা বলেন।

তিনি এদিন আধিকারিকদের নির্দেশ দেন যাতে শস্য বাজারে কৃষকদের ফসল নিয়ে আসা এবং বিক্রি করার সময় কোনও সমস্যা না হয়। পাশাপাশি তিনি শস্য বাজারে পরিচ্ছন্নতা বজায় রাখা ও অন্যান্য মৌলিক সুবিধা দেওয়ারও নির্দেশ দেন আধিকারিকদের। বিধায়ক রণধীর পানিহার বলেন, মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির নির্দেশে প্রতিটি শস্য বাজারে কৃষকদের ফসল যথাসময়ে কেনার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন যে, কৃষক-বান্ধব বিজেপি সরকার ২৪টি ফসলের উপর নূন্যতম সহায়ক মূল্য (এমএসপি) দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *