মঙ্গলবার কেদার-বদ্রীধাম দর্শনে যাবেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় 

গুপ্তকাশী, ২৮ অক্টোবর (হি.স.): মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় কেদারনাথ এবং বদ্রীনাথ উভয় তীর্থস্থান দর্শনে যাবেন।

জানা গেছে, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার সকাল ৯.১০ মিনিটে দেহরাদূনের জিটিসি হেলিপ্যাড থেকে রওনা হয়ে সেদিন সকাল ৯.৪০ মিনিটে কেদারনাথ ধামে পৌঁছবেন। কেদারনাথ মন্দিরে দর্শন ও প্রার্থনার পর প্রধান বিচারপতি চন্দ্রচূড় সকাল ১১.১৫-য় বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।