BRAKING NEWS

ভিজিল্যান্স বা সতর্কতা সচেতনতা সপ্তাহ-২০২৪ পালন করল সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিবিসি)


নয়াদিল্লি, ২৮ অক্টোবর ২০২৪: আজ থেকে শুরু হয়েছে ভিজিল্যান্স বা সতর্কতা সচেতনতা সপ্তাহ-২০২৪। এই বছরের মূল ভাবনা হচ্ছে, “দেশের সমৃদ্ধির জন্য সততার সংস্কৃতি”। আজ সকাল ১১টায় নয়াদিল্লির ভিজিল্যান্স ভবনে সপ্তাহব্যাপী এই উদ্যোগের সূচনা করা হয় সততার শপথবাক্য পাঠের মধ্য দিয়ে। সতর্কতা ভবনের সমস্ত কর্মীদের এই শপথবাক্য পাঠ করান সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার শ্রী প্রবীণ কুমার শ্রীবাস্তব এবং ভিজিল্যান্স কমিশনার শ্রী এ.এস. রাজীব।
সতর্কতা সচেতনতা সপ্তাহ আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে| গত কয়েক বছর ধরে এই ‘সতর্কতা সচেতনতা সপ্তাহ’ পালন করার আগে থেকে তিন মাস ধরে সতর্কতা অভিযান চালিয়ে আসছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন| সতর্কতা সচেতনতা সপ্তাহের সঙ্গে সংযুক্ত এই অভিযানটি এই বছর শুরু হয়েছে ১৬ আগস্ট থেকে, যা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে|
সতর্কতা সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে কমিশনের পক্ষ থেকে আগামী ৮ নভেম্বর ২০২৪ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে | এই অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সতর্কতা সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রক/বিভাগ/সংস্থাগুলিকে সংশ্লিষ্ট বিভিন্ন পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তিনমাসের সময়কালের প্রচার অভিযান চালানোর পরামর্শ দেওয়া হয়েছে| এই পাঁচটি বিষয় হচ্ছে, দক্ষতা বৃদ্ধি কর্মসূচি, পদ্ধতিগত উন্নতির ব্যবস্থা চিহ্নিতকরণ ও বাস্তবায়ন, বিজ্ঞপ্তি/নির্দেশিকা/ম্যানুয়াল-এর আপডেট করা, ৩০.০৬.২০২৪-এর আগে প্রাপ্ত অভিযোগের নিষ্পত্তি এবং  ডিজিটাল ব্যবস্থাপনায় ধারাবাহিক উপস্থিতি রাখা | এই প্রতিরোধমূলক সতর্কতা ব্যবস্থাগুলিতে মনোনিবেশ করা হলে তা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যবস্থার নির্মাণ করবে বলে আশা করা যাচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *