সল্টলেক, ২৭ অক্টোবর(হি.স.): কলকাতার ইজেডসিসিতে রবিবার বিজেপির সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা করলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে এই বিশেষ কর্মসূচির সূচনা করেছে।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে রাজ্যের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানান দলের শীর্ষ নেতারা। এদিনের সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পশ্চিমবঙ্গের জনগণকে স্বৈরাচারী অপশাসন থেকে মুক্তি পেতে, রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানান। শুভেন্দু অধিকারী সকলকে বিজেপির সদস্যপদ গ্রহণের আমন্ত্রণ জানিয়ে বলেন, “রাজ্যের শিল্প, কৃষ্টি ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে, দেশের সেবা ও রাষ্ট্রকে মজবুত করার লক্ষ্যেই বিজেপির সদস্যপদ গ্রহণ করুন।”
তিনি আরও জানান, ৮৮০০০০২০২৪ নম্বরে কল করেই সহজেই বিজেপির সদস্যপদ গ্রহণ করা যাবে। এই কর্মসূচির মাধ্যমে দলের লক্ষ্য পশ্চিমবঙ্গে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যতে রাজ্যের উন্নতির লক্ষ্যে কাজ করা।
এই সদস্যতা অভিযানকে কেন্দ্র করে বিজেপি পশ্চিমবঙ্গের জনজীবনে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে চায় বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।