BRAKING NEWS

মন কি বাতে গান্ধীজি, স্বামীজিকে স্মরণ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): রবিবার প্রধানমন্ত্রীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে গান্ধীজি ও স্বামীজিকে স্মরণ করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, গতবছর দেশ মহান দেশনায়ক–নায়িকাদের জন্মজয়ন্তী নব উদ্যমে উদযাপন করে নবীন প্রজন্মকে নতুন প্রেরণা দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যখন আমরা মহাত্মা গান্ধীজির সার্ধশতবর্ষ উদযাপন করেছিলাম তখন অসাধারণ কত কিছু হয়েছিল। নিউইয়র্কের টাইমস স্কোয়ার থেকে আফ্রিকার ছোট্ট গ্রাম পর্যন্ত বিশ্বের মানুষ ভারতের সত্য ও অহিংসার বার্তাকে বুঝেছিল, তাঁকে পুনরায় জেনেছিল, তাঁকে যাপন করেছিল। নবীন থেকে প্রবীণরা, ভারতীয় থেকে বিদেশিরা প্রত্যেকে গান্ধীজির উপদেশগুলি নতুন তথ্যের আলোয় বুঝেছেন, নতুন বৈশ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাঁকে জেনেছেন। 

তিনি এও বলেন, যখন আমরা স্বামী বিবেকানন্দজির সার্ধশতবর্ষ উদযাপন করি তখন দেশের নব্যযুবরা ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক শক্তিকে নতুন পরিভাষার মাধ্যমে বুঝেছেন। এই কর্মসূচিগুলি আমাদের এই উপলব্ধি দিয়েছে যে আমাদের মহাপুরুষরা অতীতে হারিয়ে যান না, বরং তাঁদের জীবন আমাদের বর্তমানকে ভবিষ্যতের পথ দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *