BRAKING NEWS

কংগ্রেসের প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি, মৃতের পরিবারক চাকরির দাবি 

কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : তড়িদাহত হয়ে শহরের বুকে এক মৃত্যুর ঘটনায় কংগ্রেসের তরফেও প্রতিবাদ আন্দোলন হয়েছে। অকালে মৃত্যু মেনে নেওয়া যায় না। ঝড়, বৃষ্টি, বন্যা নিয়েই রাজ্যের বাসিন্দারা নাজেহাল। কংগ্রেসের অভিযোগ, প্রতিবছরই বাঁধ ভাঙে, এলাকা প্লাবিত হয়। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়, বৃষ্টিতে তো সমস্যা আরও চরমে ওঠে। নগর কলকাতা মাঝে মধ্যেই টেমস নদীর আকার নিয়ে থাকে বলে তাদের অভিযোগ । এদিকে, ডানা ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতেও আশঙ্কা এবং আতঙ্ক পিছু ছাড়ে নি। এতদসত্ত্বেও কলকাতায় শহরে জল জমেছে। নির্বিকার কলকাতা পুরসভা। পথচলতি সৌরভের তড়িতাহত হয়ে মৃত্যুর ঘটনা সংবাদ শিরোনামে। জল যদি না জমে থাকে তো এই হৃদয় বিদারক ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল। জল জমার ফলে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা। ৭০ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যা, এ পর্যন্ত তা মেটে নি। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি ‘র গাফিলতিতে নাকি কলকাতা পুরসভার উদাসীনতায় এই পরিণতি! যদিও তা প্রমাণ সাপেক্ষ। এরমধ্যে এক মায়ের কোল খালি হল। একটা তরতাজা যুবকের প্রাণ গেল, এই মৃত্যুর দায়িত্ব কে নেবে প্রশ্ন রাজ্য কংগ্রেসের তথা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নেতৃত্বের। অবিলম্বে নিহত যুবকের বাড়ির একজনকে সরকারি চাকরিতে বন্দোবস্ত করার দাবি রয়েছে। সেইসঙ্গে এককালীন আর্থিক সাহায্য নিহত যুবকের বাবা মা’র  পরিবারের হাতে তুলে দিতে হবে। এই দাবিকে সামনে রেখেই ঘটনাস্থলে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সংগঠিত করে কংগ্রেস। এরপর বিক্ষোভ সভাও সংগঠিত হয়েছে। নেতৃত্বে ছিলেন ছাত্র নেতা প্রদীপ প্রসাদ। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *