BRAKING NEWS

ক্লাব সদস্যদের হাতে আক্রান্ত টুয়েপ শ্রমিকরা, অভিযোগ 

আগরতলা, ২৬ অক্টোবর: ক্লাব সদস্যদের হাতে আক্রান্ত টুয়েপ শ্রমিকরা। ক্লাব পরিষ্কার করতে দেরি হওয়ার জেরে তাদের উপর আক্রমণ করা হয়েছে বলে দাবি শ্রমিকদের। ওই ঘটনায় ৭৯ জ্যোতির্ময় কলোনি মেমোরিয়াল ক্লাব ৫নং ওয়ার্ড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকাল থেকে আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ড এলাকায় রেগার কাজ করছিলেন শ্রমিকরা। ওই সময় রেগার কাজ করতে গিয়ে মেমোরিয়াল ক্লাবের কিছু যুবক কর্মীদের বাধা দেয়। ক্লাবের সদস্যরা ক্লাব পরিষ্কার করার জন্য তাদের চাপ দিচ্ছিল বলে অভিযোগ। শ্রমিকরা ক্লাবের সদস্যদের জানান যে আশপাশ এলাকা পরিষ্কার করে তারা ক্লাব পরিষ্কার করবেন। কিন্তু ক্লাব পরিষ্কার করতে বিলম্ব হওয়াতে সদস্যরা শ্রমিকরদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একসময় প্রায় ৫ জন শ্রমিককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ক্লাব সদস্যদের বিরুদ্ধে। পাশাপাশি একজনকে প্রাননাশের হুমকি পর্যন্ত দেয়। পরর্বতী সময়ে আক্রান্ত শ্রমিকরা এন সিসি থানায় অভিযোগ দায়ের করেন। 

এদিকে, আক্রান্ত শ্রমিকরা মুখ্যমন্ত্রী ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের কাছে দোষীদের শাস্তির আবেদন জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *