BRAKING NEWS

দাবারু হিসেবে রেখেছেন ছাপ, দিব্যেন্দু বড়ুয়ার রবিবার জন্মদিন 

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): দিব্যেন্দু বড়ুয়া। পশ্চিমবঙ্গ তথা ভারতের একজন প্রখ্যাত দাবা গ্র্যান্ডমাস্টার। বাংলাদেশের চট্টগ্রামে (২৭/১০/১৯৬৬) জন্মগ্রহণ করেন। যেখান থেকে তার পরিবার  কলকাতায় চলে আসেন। তিনি  বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার এবং নিয়াজ মোরশেদ এর পরে দ্বিতীয় বাঙালি গ্রান্ডমাস্টার। তাঁর অসাধারণ সাফল্যের জন্যে তাকে বাঙালি দাবাড়ুদের মধ্যে অন্যতম সেরা দাবারু বলা হয়ে থাকে। ১৯৭৮ সালে ১২ বছর বয়সে ভারতীয় জাতীয় চ্যাম্পিয়নশিপ দাবায় সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী হিসবে অংশগ্রহণ করেন। ১৯৮২ সালে, বড়ুয়া লন্ডনে লয়েডস ব্যাংক টুর্নামেন্টে তৎকালীন বিশ্বের দুই নম্বর র‌্যাঙ্কের প্রয়াত ভিক্টর কোরচনোইকে পরাজিত করেন। ১৯৮৩ সালে তিনি প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপ হন। বড়ুয়া ১৯৯১ সালে ফিদে দ্বারা গ্র্যান্ডমাস্টার খেতাবে ভুষিত হন।  তিনি ১৯৮৩ সালে অর্জুন পুরস্কার পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *