BRAKING NEWS

বৃহস্পতিবার উপমহাদেশের তিনটি টেস্ট ম্যাচেই ছিল স্পিনারদের দিন

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): ক্রিকেট বিশ্ব বৃহস্পতিবার এই উপমহাদেশে তিনটি টেস্ট ম্যাচে দেখলো স্পিন বোলারদের  ম্যাজিক। একই দিনে ভিন্ন তিন ভেন্যু। ভারতের পুণে, পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও বাংলাদেশের মিরপুর। এই তিনটি টেস্টেই স্পিনাররা নিয়েছেন ২৫টি উইকেট। পেসাররা নিয়েছেন মাত্র পাঁচটি।

পুণেতে ভারত নিউজিল্যান্ড: পুণেতে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ১০ উইকেট তুলে নেন ভারতের দুই ডান-হাতি অফ স্পিনার। ওয়াশিংটন সুন্দর নেন ৫৯ রানে ৭ উইকেট। যা তার ইনিংসসেরা বোলিং। রবিচন্দ্রন অশ্বিন নেন ৩ উইকেট। ভারতের ইনিংসে এক উইকেট পড়লেও সেটি নেন কিউই পেসার টিম সাউদি।

রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ড পাকিস্তান :ইংল্যান্ডের ইনিংসে ১০ উইকেট নেন পাকিস্তানের তিন স্পিনার মিলে। অফ স্পিনার সাজিদ খান নেন ৬ উইকেট, ৩টি নেন বাঁ-হাতি স্পিনার নোমান আলী, অপরটি নেন লেগ স্পিনার জাহিদ মাহমুদ। জবাব দিতে নেমে পাকিস্তান বৃহস্পতিবার প্রথম দিনে হারায় ৩ উইকেট। যার দুটি নিয়েছেন ইংল্যান্ডের দুই স্পিনার শোয়েব বশির ও জ্যাক লিচ।

মিরপুরে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ:ঢাকার মিরপুর স্টেডিয়াম স্পিন সহায়ক। বৃহস্পতিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনে দুই দলের মোট ৬ উইকেট পড়ে। বাংলাদেশের ইনিংসের শেষ তিনটি এবং দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের ৩টি উইকেটই নেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *