BRAKING NEWS

আলোচনায় ক্রীড়া, ৯০ মিনিটের জমাটি আড্ডায় টিএসজেসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন। চায়ে চুমুক আর চপের সমাহারে বুধবার সন্ধ্যায় কিছুটা সময় দারুণ ভাবে কাটালেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সদস্যরা। এই আড্ডায় খোদ উপস্থিত ছিলেন টি এস জে সি-র বর্ষীয়ান সদস্য তথা ক্রীড়া সাংবাদিক মণিময় রায়। সঙ্গে ছিলেন সভাপতি সরযূ  চক্রবর্তী, সহ সভাপতি সুপ্রভাত দেবনাথ, সহ সম্পাদক কল্যাণ দেবনাথ, সম্পাদক অনির্বাণ দেব, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য সহ টি এস জে সি-র কার্যকরী কমিটির সদস্য অভিষেক দে এবং নতুন সদস্য সুব্রত দেবনাথ প্রমুখ। জমাটি এই আড্ডায় উঠে এলো বেশ কিছু প্রসঙ্গ। এর মধ্যে অবশ্যই প্রাধান্য ছিলো রাজ্যে খেলাধুলার হাল হকিকত। এছাড়া, আরও বেশ কয়েকটি প্রসঙ্গে আড্ডায় আলোচনা হলো দারুন ভাবে। কিভাবে যে দেড় ঘন্টা অতিবাহিত হয়ে গেলো, টি এস জে সি-র এই ছোট্ট আড্ডায় তা বোঝাই গেল না। আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হল-এ  এই আয়োজনকে ঘিরে উপস্থিত প্রত্যেকের মধ্যেই দারুণ উৎসাহ লক্ষ্য করা গেলো। নতুন কিছু একটা করা যায় কিনা, যা রাজ্যের খেলাধুলার জগৎকে আরও সমৃদ্ধ করবে, তা নিয়েও আলোচনা করলেন ক্রীড়া সাংবাদিকরা। এই ছোট্ট আড্ডায় টি এস জে সি-র আরও বেশ কয়েকজন সদস্যের উপস্থিতি কাম্য ছিল। তবে সময় সংকুলানের জন্য তাঁরা হয়তো আসতে পারেননি, এই বিজয়ার আড্ডায়। যাঁরা আসতে পারেন নি বিভিন্ন কারণে, তাদের প্রত্যেককে টি এস জে সি-র তরফ থেকে রইলো বিজয়ার শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, এটাই চাওয়া টি এস জে সি-র।

পয়েন্ট তালিকা : মহিলা জাতীয় ফুটবল : জি-গ্রুপ

দল         ম্যাচ জয় পরা:  ড্র গোল পয়েন্ট

সিকিম    ২    ২    ০    ০   ১০-১   ০৬

গুজরাট  ২    ১    ১    ০   ১৬-৪   ০৩

ত্রিপুরা    ২    ১    ১    ০   ৫-৬   ০৩

চন্ডিগড়   ২    ০    ২    ০   ০-২০   ০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *