কদমতলায় আগর উড পরিদর্শনে জাপানের বিশেষ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২৩ অক্টোবর: কদমতলায় আগর উড পরিদর্শনে আসেন জাপানের এক বিশেষ প্রতিনিধি দল। সাথে ছিলেন ভারত সরকার ও ত্রিপুরা সরকারের বন দপ্তরের বিভিন্ন আধিকারিক গন। মূলত অল ত্রিপুরা আগর এসোসিয়েশনের তত্ত্বাবধানে এই পরিদর্শন সম্পন্ন হয়েছে। এদিন সকাল দশটায় প্রথমে ধর্মনগর রেল স্টেশনে আগর উডের দোকান পরিদর্শন শেষে কদমতলা এলাকায় আগর বাগান পরিদর্শন করেন জাপানের এই প্রতিনিধি দলটি। সাথে পাঁচটি আগরের চারাও রোপণ করেন।

তারপর মামন উড, চিপস্ ও আগর ওয়েল ইন্ডাস্ট্রি পরিদর্শনে উত্তর ফুলবাড়িতে আসেন জাপানের প্রতিনিধিরা। জাপানের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন জেলা বন আধিকারিক সুমন মল্ল, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, অল ত্রিপুরা আগর এসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ, সম্পাদক আনফর আলি সহ অন্যান্যরা।

এদিন জাপানের প্রতিনিধি দল সহ বন দপ্তরের উচ্চ আধিকারিকরা মামন আগর ইন্ডাস্ট্রি পরিদর্শন করে অত্যন্ত খুশি হন। তাঁরা বলেন,আগর ত্রিপুরার পাশাপাশি গোটা ভারতবর্ষকে বহিঃ রাষ্ট্রে সারা জাগিয়েছে।আর ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আগর গাছ উৎপাদন হচ্ছে উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায়।

এদিকে অল ত্রিপুরা আগর এসোসিয়েশনের সম্পাদক আনফর আলি বলেন, রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে অপরিসীম সাহায্য সহযোগিতা পাচ্ছেন। পূর্বে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল পরিদর্শন করে গেছেন। এবার জাপান থেকে প্রতিনিধি দল আসার মূল কারন হচ্ছে, তাঁরা সরজমিনে দেখেছেন ত্রিপুরাতে কি পরিমান আগর রয়েছে। আর আগর থেকে কি কি প্রোডাক্ট ও মেডিসিন তৈরি হচ্ছে। আগরের উপর প্রায় চারশো কোটি টাকা বরাদ্দ হবার পথে।বর্তমানে ভারতের মুম্বাই ও উত্তর প্রদেশে ব্যাপকভাবে আগরের বিভিন্ন প্রোডাক্ট রপ্তানি হচ্ছে। তাছাড়া মিডেলিস্টেও রপ্তানি হচ্ছে। তাঁরা আশাবাদী আগামীদিনে ভারত ও ত্রিপুরা সরকারের সহযোগিতায় বহিঃ বিশ্বে আগর রপ্তানির ক্ষেত্রে আর সহজ হবে।