BRAKING NEWS

আকাশপথে উড়ান পরিষেবা বন্ধ থাকবে ১৫ ঘণ্টা

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): ‘দানা’-র আতঙ্কে রেলপথ, জলপথের পর এ বার আকাশপথেও উড়ান পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ থেকে ১৫ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতার উড়ান পরিষেবা। ঘূর্ণিঝড় শেষে দ্রুত উড়ান পরিষেবা স্বাভাবিক করতে বাতিল কর্মীদের ছুটি। 

বিমানবন্দর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঝড় তীব্র আকার নিলে কলকাতা বিমানবন্দরের রানওয়ে থেকে বিমানগুলিকে হ্যাঙ্গারে নিয়ে আসা হবে সুরক্ষার কারণে। উড়ান বাতিল হওয়ার কারণে যাত্রীদের সুবিধায় এয়ারলাইন্সগুলিকে বিকল্প ব্যবস্থা রাখার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টির কারণে বিমানবন্দরে জল জমলে অতিরিক্ত পাম্প প্রস্তুত রাখা হয়েছে। সিআইএসএফ ও নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে বিমানবন্দরে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে বুধবার জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় দানা। পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি ওডিশার ভিতরকণিকা এবং ধামারা দিয়ে দানা স্থলভাগে ঢুকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুর্যোগের আশঙ্কায় রাজ্যে শুরু হয়ে গিয়েছে আগাম প্রস্তুতি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *