ইনিংস হারের শঙ্কা উড়িয়ে ৮১ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ

মিরপুর, ২৩ অক্টোবর  (হি.স.) : ইনিংস হারের শঙ্কা উড়িয়ে ৮১ রানের   লিড নিয়ে তৃতীয় দিনের   খেলা শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় দিনে বাংলাদেশ খেলা শুরু   করেছিল ১০১ রানে পিছিয়ে থেকে। কিন্তু  বৃষ্টি ও আলো স্বল্পতার   জন্য  বুধবার  সারা   দিনে খেলা হয়েছে মাত্র ৫৭.৫ ওভার।  আর   তাতেই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৮২ রান। বুধবার   পুরো   দিনে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান।

তবে তৃতীয় দিনের শুরুটা বাংলাদেশের   ভালো হয়নি। জয়-মুশফিক, লিটন দাসকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে সপ্তম উইকেট জুটিতে জাকের   –মিরাজ  ১৩৮ রান যোগ করে   বাংলাদেশকে বাঁচিয়ে দেন। কেশভ মহারাজের   বলে এলবিডব্লিউ হয়ে জাকের   আলি ফিরে যান। তৃতীয় দিনের শেষে ৮৭ রানে ব্যাটিং করছেন মিরাজ, নাঈম অপরাজিত ১৬ রান। বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩, লিড ৮১ রানের। বৃহস্পতিবার   চতুর্থ দিনে শেষ ৩ উইকেটে আর   কত রান বাংলাদেশ যোগ করতে পারে সেটাই দেখার।