BRAKING NEWS

আবাস যোজনা দুর্নীতি ঠেকাতে বিডিওর জরুরি তৎপরতা, কুলতলিতে বাড়ি বাড়ি যাচাই শুরু

কুলতলী, ২২ অক্টোবর(হি.স.): বাংলা আবাস যোজনার উপভোক্তা যাচাইয়ের কাজকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে মঙ্গলবার সাত সকালে কুলতলির বিডিও সুচন্দন বৈদ্য অধিকারীদের নিয়ে বিভিন্ন বাড়িতে যাচাই অভিযানে নামেন। সোমবার জরুরি বৈঠকে তিনি সংশ্লিষ্ট ব্লকের আধিকারিকদের নিয়ে আবাসন যোজনার কাজে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকের নয়টি অঞ্চলে প্রায় ২১ হাজারের অধিক উপভোক্তা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। বিডিও নিজে ফিসারিদের বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের তথ্য যাচাই করে দেখছেন। জেলার সেরা ব্লকের মর্যাদা ধরে রাখতে এবং দুর্নীতি মুক্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে এই তৎপরতা শুরু হয়েছে।

মঙ্গলবার বিডিও সুচন্দন বৈদ্য জানান, আবাস যোজনার প্রতিটি উপভোক্তার সঠিক তথ্য যাচাই করার মাধ্যমে তারা প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *