BRAKING NEWS

রোদ ঝলমলে আকাশ মহানগরীতে, বুধবার থেকেই বদলাবে আবহাওয়া

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। দিঘা, বকখালি-সহ উপকূলবর্তী অঞ্চলে চলছে মাইকিং। তার আগে মঙ্গলবার রোদ ঝলমে আকাশ মহানগরী কলকাতায়, একইরকম আবহাওয়া দক্ষিণবঙ্গের অন্যত্রও। তবে, বুধবার থেকেই বদলে যেতে পারে আবহাওয়া।

বুধবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। তবে, মঙ্গলবার শহরে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরের কোথাও বৃষ্টি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *