BRAKING NEWS

গোমতী জেলার সফল মহিলা খেলোয়াড়রা আর্থিক পুরস্কারে সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সাফল্য অর্জনকারী মহিলা খেলোয়াড়দের আর্থিক পুরস্কারে সংবর্ধিত করা হয়েছে। পাশাপাশি খেলোয়ারদের প্রশংসাপত্র এবং সুদৃশ্য কিটস্ও প্রদান করা হয়েছে। উদয়পুরের রাজর্ষি হল-এ আজ, মঙ্গলবার এক বিশেষ মনোজ্ঞ অনুষ্ঠানে ২৮ জন মহিলা খেলোয়াড়দের হাতে এই অর্থ পুরস্কার এবং প্রশংসা পত্র তুলে দেওয়া হয়েছে। ‌ বিশেষ করে “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্পের বাস্তবায়নে এই উদ্যোগ গোমতী জেলার ক্রীড়া মহলে অবশ্যই বেশ সাড়া পড়েছে। রাজ্য স্তরীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় এ বছর গোমতী জেলা দল বাস্কেটবল ইভেন্টে অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল। দলের ১০ জন খেলোয়াড়ের প্রত্যেককেই আজ সংবর্ধিত করা হয়েছে। অনূর্ধ্ব ১৪ ফুটবল ইভেন্টে বালিকা বিভাগে এবছর রানার্স আপ খেতাব পেয়েছে গোমতী জেলা দল। টিমের ১৬ জন খেলোয়াড়ের প্রত্যেককে আজ, মঙ্গলবার ওই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়েছে। ‌ অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৭ বছর বিভাগে স্কুল স্পোর্টস দাবা প্রতিযোগিতায় একজন রানার্স এবং একজন ব্রোঞ্জ পদক বিজয়ী অর্থাৎ দুজন সাফল্য অর্জনকারী দাবারুকেও সংবর্ধনা জানানো হয়েছে। ২৮ জনের প্রত্যেক খেলোয়ার কে ১৫০০ টাকা করে অর্থ পুরস্কারের পাশাপাশি প্রশংসাপত্র এবং সুদৃশ্য জার্সি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ খেলোয়াড়দের হাতে অর্থ পুরস্কার এবং প্রশংসাপত্র ও কিটস্ তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *