নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর: ফের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের চরম গাফিলতিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে আইজিএম হাসপাতালের বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার দুপুরে। মৃত অন্তঃসত্ত্বার নাম রূপমালা চাকমা(২২)। স্বামীর নাম সুরজিৎ মালাকার।
মৃতার স্বামী জানিয়েছেন, হাসপাতালে আসছিলেন সোনোগ্রাফি করার জন্য। তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের ভেতরে নিয়ে এসে কোলে করে বিভিন্ন ওয়ার্ডে ঘুরতে থাকেন সুরজিৎ। কিন্তু কোন স্বাস্থ্যকর্মী তাকে সাহায্য করেনি। ইমারজেন্সি বিভাগ থেকে ডেলিভারি বিভাগ, সেখান থেকে গাইনো বিভাগে তাকে পাঠানো হয়। প্রায় আধ ঘণ্টা স্ত্রীকে কোলে নিয়ে তিনি বিভিন্ন বিভাগে ঘুরতে থাকেন। কিন্তু কেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। শেষ পর্যন্ত গাইনি বিভাগে নিয়ে গেলে দেখা যায় তার স্ত্রী আর নেই। ডাক্তার জানিয়ে দেন, আর কিছুটা আগে আসলে হয়ত কিছু হতে পারতো।
ঘটনায় সুরজিৎ এর অভিযোগ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণেই মৃত হয়েছে তার স্ত্রীর। যদি হাসপাতালের কর্মীরা তাকে বিভিন্ন বিভাগে না ঘুরিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিত তবে হয়তো আজ তার স্ত্রী রক্ষা পেয়ে যেত। স্ত্রীর মৃতদেহ নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সুরজিৎ মালাকার।