BRAKING NEWS

ভোটের বাজারে টাকা উড়ছে মহারাষ্ট্ৰে! পুণে-তে গাড়ি থেকে উদ্ধার নগদ ৫ কোটি

পুণে, ২২ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রে আদর্শ আচরণবিধি লাগু রয়েছে, এই অবস্থায় ভোটের বাজারে রীতিমতো টাকা উড়ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পুণে-তে একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৫ কোটি টাকা। পুণে গ্রামীণ এসপি পঙ্কজ দেশমুখ বলেছেন, সোমবার (২১ অক্টোবর) পুণের খেদ শিবাপুর টোল নাকায় পুণে গ্রামীণ পুলিশ নাকাবন্দির সময় একটি গাড়িতে মোট ৫ কোটি পেয়েছে। চালক-সহ গাড়িতে থাকা চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নগদ টাকা আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। যে গাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে, সেই গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, “গতকাল সেখানে দু’টি গাড়ি ছিল যার মধ্যে প্রায় ১৫ কোটি টাকা ছিল। আমি আগেই বলেছিলাম, একনাথ শিন্ডে ভোটে জেতার জন্য জনসাধারণকে টাকা দেবেন। এটি ছিল ১৫ কোটি টাকার প্রথম কিস্তি। দু’টি গাড়ি ছিল, কিন্তু ফোন পেয়ে তাঁরা একটি ছেড়ে দিয়েছে, যে ইন্সপেক্টর সেখানে ডিউটিতে ছিলেন তিনি আগে বিধায়কের সেবায় ছিলেন। রাজ্যের প্রায় ১৫০ জন বিধায়ক এখনও পর্যন্ত ১৫ কোটি টাকা পেয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *