BRAKING NEWS

৩৬৯ দিন পর মাঠে ফিরলেন, কিন্তু নিজেকে মেলে ধরতে পারলেন না নেইমার

রিয়াদ, ২২ অক্টোবর (হি.স.) : গত বছর   ১৮ অক্টোবর   বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের   বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার   নেইমার । তারপর   থেকে ৩৬৯ দিন মাঠের   বাইরে   ছিলেন তিনি। সেই নেইমার সোমবার       এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের   বিপক্ষে ম্যাচ দিয়ে  মাঠে ফিরলেন।  গতকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের   মাঠে আল হিলালের হয়ে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার।  তার   ফেরার   ম্যাচটা স্মরণীয় হয়ে থাকলো কারণ এই ম্যাচটা আল হিলাল ৫-৪ গোলে জিতেছে। এই উপভোগ্য ম্যাচে দুটো হ্যাটট্রিক হয়েছে।  

আল হিলালের   হয়ে হ্যাটট্রিক করেছেন সালেম-আল দাসারি   আর   আল আইনের   হয়ে হ্যাটট্রিক করেছেন সুফিয়ান রাহিমি।  দীর্ঘদিন পর   মাঠে নেমে নেইমার   বিশেষ সুবিধা করতে পারেননি । তবে মাঠে নেমে একটা গোলের সুযোগ তৈরি করেছিলেন।দলের   খেলোয়াড়   আলেক্সান্দার   মিত্রোভিচের সঙ্গে বল আদান প্রদান করে   বক্স থেকে একটা ভালো শট নিয়েছিলেন তিনি। সেই শট আল আইন গোলকিপার   খালিদ এইসার সেভ করেন।  ম্যাচ শেষে নেইমার   বলেছেন, ‘খুব ভালো লাগছে। আমি খুশি। ফিরে   এসেছি, ফিরে   এসেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *