BRAKING NEWS

ব্রিকসকে অত্যন্ত গুরুত্ব দেয় ভারত, রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে চেপে রাশিয়ার কাজানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রুশ প্রেডিসেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে ষোড়শ ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা) সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী।

মঙ্গলবার সকালে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, ব্রিকসকে অত্যন্ত গুরুত্ব দেয় ভারত। রাশিয়ার কাজান শহরে এবার আয়োজিত হচ্ছে ব্রিকস সম্মেলন, এই কাজান শহরেই অনুষ্ঠিত ১৬-তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এই সফরের সময় ব্রিকস সদস্যভুক্ত দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *