BRAKING NEWS

কাশ্মীর কখনওই পাকিস্তান হবে না : ফারুখ আব্দুল্লাহ

শ্রীনগর, ২১ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় সন্ত্রাস‍বাদী হামলার তীব্র নিন্দা করলেন ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুখ আব্দুল্লাহ। পাকিস্তানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, “কাশ্মীর কখনই পাকিস্তান হবে না।” উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার গগনগীর এলাকায় সন্ত্রাসবাদী হামলায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৬ জন পেশায় শ্রমিক। এই হামলায় ৫ জন আহত হয়েছেন।

ভয়াবহ এই সন্ত্রাস‍বাদী হামলার তীব্র নিন্দা করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ সোমবার বলেছেন, “এই হামলা খুবই দুর্ভাগ্যজনক। পরিযায়ী দরিদ্র শ্রমিক ও একজন ডাক্তার প্রাণ হারিয়েছেন। এসব থেকে সন্ত্রাস‍বাদীরা কী পাবে? তারা কি মনে করে যে তারা এখানে একটি পাকিস্তান তৈরি করতে পারবে। আমরা সন্ত্রাসকে শেষ করার চেষ্টা করছি, যাতে আমরা দুর্দশা থেকে বেরিয়ে যেতে পারি। আমি পাকিস্তানের নেতৃত্বকে বলতে চাই, তারা যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে এসব বন্ধ করতে হবে। কাশ্মীর কখনওই পাকিস্তান হবে না, আসুন আমরা মর্যাদার সঙ্গে বাঁচি এবং সফল হই। সময় এসেছে সন্ত্রাস বন্ধ করার, নইলে পরিণতি হবে ভয়াবহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *