BRAKING NEWS

জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি হল পরিকাঠামো : নীতিন গড়করি

নয়াদিল্লি, ২১ অক্টোবর : সামগ্রিকভাবে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে পরিকাঠামোর যে বৈশিষ্টপূর্ণ ভূমিকা রয়েছে তার উপর আলোকপাত করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। তিনি গুরুত্ব আরোপ করে বললেন, বর্তমান উন্নত পরিবহন ব্যবস্থা অর্থনৈতিক বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য এক নতুন দরজা খুলে দিয়েছে । মন্ত্রী শ্রী গড়করি ‘সর্বাধুনিক উদীয়মান প্রবণতা এবং সড়ক ও সেতু নির্মাণ প্রযুক্তি’ শীর্ষক দুই দিনের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। মধ্যপ্রদেশের ভুপালে শনিবার এই সম্মেলনের আয়োজন করেছে মধ্যপ্রদেশ পূর্ত দপ্তর এবং ভারতীয় সড়ক কংগ্রেস ।শ্রী গড়করি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে পরিকাঠামো উন্নয়ন, কারণ ভারতের ভবিষ্যতের জন্য এই ক্ষেত্রটি শুধুমাত্র প্রগতিরই চালিকা শক্তি নয়, উপরন্তু একমাত্র পরিকাঠামোই প্রস্তুত করতে থাকে ভাবীকালের নীলনক্সা ও পরিকল্পনা । গুণমান বজায় রাখতে কোনো রকম অপোশ করা যে উচিত নয় তা সুনিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা, পরিবেশকে সুরক্ষিত রাখা এবং উদ্ভুত সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে সমাধান করার মতো বিষয়গুলি সরকারের মূল লক্ষ্য বলে তিনি তাঁর ভাষণে বিশেষভাবে উল্লখ করেন । তিনি গভীর বিশ্বাস নিয়ে বলেন, একমাত্র সমস্ত পর্যায়ে সম্মীলিত  প্রয়াসের মাধ্যমেই  অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব । শ্রী গড়করি আরো বলেন গ্রামীণ এলাকার সড়ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন এবং ‘বর্জ্যকে সম্পদে’ রূপান্তর করার নীতি প্রয়োগ করার পক্ষে সওয়াল করেন । তিনি বলেন, ‘বর্জ্যকে সম্পদে’ রূপান্তর করার নীতি সড়ক নির্মাণের কাজে ব্যবহার করার প্রতি উৎসাহ দেওয়া দরকার, কেননা এটা আর্থিক দিক থেকে যেমন লাভজনক ও সাশ্রয়কারী, তেমনি পরিবেশগত দিক থেকেও উপকারী ।অনুষ্ঠানে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব তাঁর ভাষণে বিশেষভাবে উল্লেখ করে বলেন, এই সম্মেলন রাজ্যের পরিকাঠামো উন্নয়নে এক নতুন গতিবেগ ও উদ্দীপনা সঞ্চার করবে । শ্রী যাদব আরও বলেন, পাশাপাশি এই সম্মেলন বিভিন্ন নির্মাণ প্রকল্পের সফল রূপায়ণে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে ।দুই দিনের এই সম্মেলনে সারা দেশের বিশেষজ্ঞরা উদ্ভাবনাময় প্রযুক্তি, নির্মাণ সামগ্রী, এবং বিভিন্ন চুক্তি প্রক্রিয়াকরণ কালে ‘কারিগরি, সংগ্রহ ও নির্মাণ’ (ইপিসি) সংক্রান্ত কাজে যে সমস্ত সমস্যার মুখোমুখি হতে হয় সেসব বিষয়ে আলোচনা করেন।। সম্মেলন উপলক্ষে  প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে । এই প্রদর্শনীতে সড়ক ও সেতু নির্মাণের কাজে ব্যবহৃত সাম্প্রতিকতম যন্ত্রপাতি ও প্রযুক্তি সমূহের নমুনা ও দৃশ্যাবলী তুলে ধরা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *