BRAKING NEWS

জীবন উৎসর্গকারী বীর সৈনিকদের কাছে দেশ চিরকাল ঋণী থাকবে : অমিত শাহ

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): পুলিশ স্মৃতি দিবসে সোমবার জাতীয় পুলিশ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে অমিত শাহ বলেছেন, জীবন উৎসর্গকারী বীর সৈনিকদের কাছে দেশ চিরকাল ঋণী থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আজ আমরা সবাই সেই সাহসী সৈনিকদের শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছি, যারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের সীমান্ত রক্ষা করতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং কচ্ছ থেকে কিবিথু, এই সৈন্যরা দেশের সীমান্ত রক্ষা করছেন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “১৯৫৯ সালের ২১ অক্টোবর, ১০ জন সাহসী সিআরপিএফ জওয়ান দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। সেই দিন থেকে আমরা প্রতি বছর ২১ অক্টোবর দিনটি পুলিশ স্মৃতি দিবস হিসেবে পালন করে আসছি। প্রধানমন্ত্রী হওয়ার পর, নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছিলেন, সমস্ত সাহসী সৈনিকদের সম্মানে দিল্লিতে একটি পুলিশ স্মৃতিসৌধ তৈরি করা হবে, যা যুবসমাজ এবং জাতির জনসাধারণকে অনুপ্রাণিত করবে। দেশ সর্বদাই সেই সাহসী সৈনিকদের কাছে ঋণী থাকবে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। গত ১০ বছরে সৈন্যদের উৎসর্গের কারণে, আমরা কাশ্মীর, উত্তর পূর্বে শান্তি পুনরুদ্ধার করতে পেরেছি। তিনটি নতুন ফৌজদারি আইন নিশ্চিত করবে যে দেশের অপরাধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক হয়ে উঠবে। দেশে নথিভুক্ত কোনও অপরাধের বিচার পেতে ৩ বছরের বেশি সময় লাগবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *