BRAKING NEWS

বায়ুদূষণে উদ্বেগ বাড়ছে দিল্লিতে, বিষাক্ত ফেনায় দূষিত যমুনা নদী

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): ক্রমাগত খারাপ হচ্ছে রাজধানী দিল্লির আবহাওয়া। সোমবারও দূষণের কবলেই থাকল রাজধানী দিল্লি। এদিন সকালেও যমুনা নদীতে ভাসতে দেখা গিয়েছে বিষাক্ত ফেনা। বাতাস ও জল দূষিত হয়ে ওঠায়, রীতিমতো উদ্বেগে দিল্লিবাসী। দিল্লির অক্ষরধাম, ইন্ডিয়া গেট, শাকুরপুর সর্বতই এদিন সকালে ধোঁয়াশার চাদরে মোড়া ছিল।অক্ষরধাম ও সংলগ্ন এলাকায় বাতাসের গুণগতমান ছিল ৩০৭, যা খুব খারাপ পর্যায়ে পড়ে। ইন্ডিয়া গেট এলাকায় একিউআই ছিল ৩০৯, শাকুরপুর ও সংলগ্ন এলাকায় বাতাসের গুণগতমান রেকর্ড করা হয়েছে ৩৪৬। এই দূষণের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে যমুনার দূষণ। সোমবার সকালেও কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে ভেসে বেড়াতে দেখা গিয়েছে বিষাক্ত ফেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *