BRAKING NEWS

বাগুইআটিতে জল জমা সমস্যার প্রতিবাদে রাস্তা অবরোধ, এমএলএ আসা পর্যন্ত আন্দোলন চলবে

বাগুইআটি, ২১ অক্টোবর(হি.স.): জল জমার সমস্যায় ভুগতে থাকা বাগুইআটি হাতিয়াড়া সারদা পল্লীর বাসিন্দারা সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। ছয় মাস ধরে এলাকায় জমে থাকা জল সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা দাবি করছেন, যতক্ষণ না এমএলএ এসে পরিস্থিতির মোকাবিলার প্রতিশ্রুতি দেন, ততক্ষণ অবরোধ চলবে।

এলাকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারছেন না। রাস্তা দিয়ে চলাচলের সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার বন্দনা পোদ্দার নামে এক গৃহবধূ পড়ে গিয়ে হাত ভেঙেছেন। স্থানীয় কাউন্সিলরের কাছে সমস্যার সমাধান চাওয়া হলে, তিনি মন্তব্য করেন যে, রাস্তায় অ্যাকসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মন্তব্যে উত্তেজিত হয়ে স্থানীয়রা অবরোধে সামিল হন।

এমএলএ-কে বিষয়টি জানানো হলে তিনি মঙ্গলবারের আগে দেখা করার সময় নেই বলে জানান। এর জেরে, ক্ষুব্ধ বাসিন্দারা জানিয়েছেন, তারা মঙ্গলবার পর্যন্ত রাস্তা অবরোধ চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *