পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর (হি.স.): আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ইতিমধ্যেই নামের তালিকা ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার উপরে আস্থা রেখেছে শাসক দল। প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর সুজয় হাজরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন, ভোটে ম্যানেজার হওয়া ও ভোট প্রার্থী হিসেবে দাঁড়ানো দুটো এক জিনিস নয়। তিনি আরও বলেন, দল তাঁর উপর ভরসা রেখে তাঁকে যে সম্মান দিয়েছে, দলকেও তিনি যথাযোগ্য মর্যাদা দেবেন। এও বলেন, আর জি কর ঘটনার কোনও প্রভাব মেদিনীপুরে উপনির্বাচনে পড়বে না।
2024-10-20

