নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার ভয়াবহ আগুন লাগল দিল্লির নাঙ্গলই-নজফগড় রোডের ধারে অবস্থিত একটি জুতোর ফ্যাক্টরিতে। কারখানার ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।ডেপুটি দমকল অফিসার এস কে দুয়া বলেছেন, “দিল্লি ফায়ার ব্রিগেড বিকেল ৩টে নাগাদ খবর পেয়েছিল। দমকলের প্রায় ২৮ থেকে ৩০টি ইঞ্জিন কাজ করেছে… আমরা প্রায় ৫ ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেছি… আগুন নেভানোর চেষ্টা চলছে। কিছুক্ষণের মধ্যে অপারেশন শেষ হয়ে যাবে… কারখানাটি বন্ধ ছিল এবং ভিতরে কেউ ছিল না। আগুন পুরোপুরি নিভে গেলে আমরা তদন্ত করব।”
2024-10-20

