BRAKING NEWS

বাতাসের গুণমান আরও খারাপ, দিল্লির আবহাওয়া ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): শীত এখনও দূরেই, দীপাবলির বাজিও ফাটেনি, তার আগেই দিল্লির বাতাসের গুণগত মান নামতে শুরু করেছে। শুক্রবারের পর শনিবার সকালেও রাজধানী দিল্লি ছিল ধোঁয়াশায় মোড়া। বাতাসের গুণগত মান (একিউআই) নেমেছে অনেকটাই।

দীপাবলির আগেই দিল্লির বাতাসের গুণগত মান নামতে শুরু করায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।দিল্লির আনন্দ বিহারে শনিবার সকালে বাতাসের গুণগত মান ছিল ৩৩৪। যা ‘খুব খারাপ’ পর্যায়ের মধ্যে পড়ে। ইন্ডিয়া গেটে ওই একই সময়ে একিউআই ছিল ২৫১। আইটিও এলাকায় ২২৬, এইমস এলাকায় ২৫৩, অক্ষরধাম এলাকায় একিউআই ছিল ৩৩৪।

শুক্রবারের পর শনিবারও বায়ুদূষণের মধ্যেই যমুনা নদীর জলে দেখা গিয়েছে বিষাক্ত ফেনা। দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *