রাঁচি, ১৯ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের ভারপ্রাপ্ত ডিজিপি অনুরাগ গুপ্তাকে শনিবারই অপসারণের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। শনিবার নির্বাচন কমিশন (ইসিআই) ঝাড়খণ্ড সরকারকে নির্দেশ দেয়, অনুরাগ গুপ্তাকে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজিপি) পদ থেকে অপসারণ করতে হবে। পাশাপাশি অবিলম্বে ওই ক্যাডারে উপলব্ধ সবচেয়ে সিনিয়র ডিজিপি স্তরের অফিসারের কাছে দায়িত্ব হস্তান্তর করতেও বলা হয়। এরপরই ঝাড়খণ্ডের নতুন ডিজিপি পদের দায়িত্ব দেওয়া হয়েছে অজয় কুমার সিংকে। আপাতত তিনিই ঝাড়খণ্ডের ডিজিপি পদের দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, ঝাড়খণ্ডে এবার দুই দফায় হবে বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট হবে ১৩ নভেম্বর এবং এরপর দ্বিতীয় দফার ভোট হবে ২০ নভেম্বর।
2024-10-19