বাঁকুড়া, ১৯ অক্টোবর (হি.স.): টিউশন থেকে ফেরার পথে ছাত্রীদের প্রতি কটুক্তিকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বাঁকুড়া শহর সংলগ্ন হেভিরমোড় এলাকা। টিউশন থেকে বাড়ি ফেরার পথে মত্ত যুবকদের কটূক্তির শিকার হন বেশ কয়েকজন ছাত্রী। শুধু কটূক্তি করাই নয়। মত্ত যুবকরা ওই ছাত্রীদের তাড়াও করে বলে অভিযোগ। শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়ার হেভির মোড় এলাকায়। স্থানীয় বাসিন্দারা এলাকার একটি মদ ভাটিতে ভাঙচুর চালান। তারা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এই অবরোধ তুলতে গেলে ব্যাপক ক্ষোভের মুখে পড়তে হয় বাঁকুড়া সদর থানার পুলিশকে। মদের ভাটিতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। বাঁকুড়া সদর থানার হেভির মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে বেশ কিছুটা দূরে একটি দেশি মদের ভাটি রয়েছে। দীর্ঘদিন ধরেই সেই ভাটি সংলগ্ন এলাকায় মদ্যপদের উৎপাত লেগেই রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। নাজেহাল সাধারণ মানুষ। শুক্রবার কয়েকজন ছাত্রী টিউশন থেকে ফেরার পথে ভাটির কাছে কিছু মত্ত যুবক আচমকাই তাদের উদ্দেশ্যে কটূক্তি করতে থাকে। এমনকি ছাত্রীদের বেশ কিছুটা তাড়া করে নিয়ে যায় ওই মত্ত যুবকরা। ছাত্রীদের কাছ থেকে ঘটনার কথা শুনে গ্রামের লোকজন হামলা চালায় ওই মদের ভাটিতে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
2024-10-19