BRAKING NEWS

বায়ুদূষণে সমস্যায় দিল্লিবাসী, সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন রাজধানীর বাসিন্দারা

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): বায়ুদূষণে রীতিমতো চিন্তায় দিল্লিবাসী, বাতাসের গুণগতমান কমেছে শনিবারও। এই পরিস্থিতিতে দিল্লি সরকারের দৃষ্টি আকৰ্ষণ করলেন দিল্লিবাসী। দূষণ কমাতে সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানালেন রাজধানীর বাসিন্দারা। শনিবার সকালে রাজধানী দিল্লি ছিল ধোঁয়াশায় মোড়া।

বাতাসের গুণগত মান (একিউআই) নেমেছে অনেকটাই। দিল্লির আনন্দ বিহারে শনিবার সকালে বাতাসের গুণগত মান ছিল ৩৩৪। যা ‘খুব খারাপ’ পর্যায়ের মধ্যে পড়ে। ইন্ডিয়া গেটে ওই একই সময়ে একিউআই ছিল ২৫১। দূষণের মধ্যেই দিল্লির ইন্ডিয়া গেট এলাকায় এদিন সকালে বেশ কিছু মানুষ প্রাতঃভ্রমণ করেন। তাঁরা বলেছেন, “দিল্লির জনগণের আরও বেশি করে গণপরিবহন ব্যবহার করা উচিত…এটি দূষণ কমাতে অনেক সাহায্য করবে এবং আমরা সবাই সুস্থ থাকব।” অন্য একজন বলেছেন, “গত দুই দিন ধরে দূষণ বেড়েছে যা অনেক সমস্যার সৃষ্টি করছে…সরকারের উচিত দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *