কলকাতা, ১৯ অক্টোবর (হি. স.) : আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা ও হাওড়া জেলাতে এর প্রভাব পড়বে। যদিও সোমবার তা কমে যাবে। এছাড়াও অন্যান্য জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ডঃ হাবিবুর রহমান বিশ্বাস এই সম্পর্কে আরও জানান, এর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূল চার জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে মূলতঃ। তিনি আরও বলেন, ২২ তারিখ তিন জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগণা’তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশ্লেষণ করে দেখা গেছে, ২৩ তারিখ নিম্নচাপের সক্রিয়তা বাড়বে। এর প্রভাবে প্রধানতঃ উপকূল সংলগ্ন জেলাতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ভারি বৃষ্টিপাত হবে। মৎস্যজীবিদের জন্য রয়েছে সতর্কবার্তা। উল্লেখ্য, ২২ তারিখ মধ্য বঙ্গোপসাগরে এবং ২৩ তারিখ উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া নিষেধ এবং গভীর সমুদ্রে গেলেও ওই সময়ের মধ্যেই ফিরে আসার জন্য সতর্কতা রয়েছে।