আগরতলা, ১৯ অক্টোবর: দীপাবলি উপলক্ষে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা।
দেওয়ালি মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে উদয়পুরে প্রশাসনিক পর্যায়ে শুরু হয়ে গেছে কাউন্টডাউন। আগামী ৩১ অক্টোবর থেকে গোমতী জেলার সদর মহকুমা উদয়পুরে ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে শুরু হতে যাচ্ছে দেওয়ালি মেলা ও উৎস অনুষ্ঠান। চলবে ২রা নভেম্বর পর্যন্ত। তিন দিনব্যাপী এই উৎসবকে সার্বিক রূপ দিতে ইতিমধ্যে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। ইতিমধ্যে শুরু হয়েছে মায়ের মন্দিরে গায়ে নতুন রং লাগানোর কাজ। গোটা মন্দির কে নতুন রঙে সাজিয়ে তোলা হবে।
সবমিলিয়ে আরো কিভাবে দেওয়ালি মেলা ও উৎসবকে জনগণের সামনে তুলে ধরা যায় সেই ব্যাপারে পরিদর্শনে শনিবার দুপুর থেকে বিধায়ক অভিষেক দেব রায়, গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, পুলিশ সুপার নমিত পাঠক, জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহকারি সমাধিপতি সুজন সেন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে দেওয়ালী মেলা ও উৎসবকে কিভাবে সুন্দর করে ঘরে তোলা যায় সেই ব্যাপারে পরিদর্শনে বের হয়েছেন।
সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক ও বিধায়ক অভিষেকদেব রায় বলেন, মেলার তিন দিন রাজ্যে মানুষের কাছে নতুন করে কিভাবে আলোর উৎসবে রূপান্তরিত করা যায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির কে সেই নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। পুলিশি ব্যবস্থা থাকবে কঠোর। ইতিমধ্যে মেলার তিন দিন রাজ্যের এবং রাজ্যের বাইরে শিল্পীদের আনার জন্য তথ্যসংস্কৃতি ও পর্যটন দপ্তরের আধিকারিকরা কাজ শুরু করে দিয়েছেন বলে জানান বিধায়ক অভিষেক দেব রায়।