BRAKING NEWS

দুর্গাপুরে জলমগ্ন শহরের দোসর প্লাস্টিক, থার্মোকল

দুর্গাপুর, ১৯ অক্টোবর (হি.স.): একনাগাড়ে   বৃষ্টির   জের।  আর   তাতে জলমগ্ন শহর।  আস্ত রাস্তা যেন নদীর স্রোত। জলমগ্ন আশপাশের জনবসতি। আর   তাতেই একগুচ্ছ প্রশ্নের   মুখে দুর্গাপুর   পুরসভার   পরিষেবা। শহরের   অলিগলি থেকে চায়ের   দোকান। গৃহস্থের হেঁসেল থেকে সব্জি বাজার শহরবাসীর   মুখে একটাই চর্চা শহরে   প্লাবনের   কারন কী? উল্লেখ্য, জলমগ্ন শহরবাসীকে মুক্তি দিতে নিকাশি সাফাইয়ে উঠে আসে টন টন প্লাস্টিক, থার্মোকল। আর   ওই জলডুবিতে দোসর   হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক থার্মোকলের   যথেচ্ছ ব্যাবহার।  প্লাস্টিক ব্যবহার দমনে কঠোর   হওয়ার   বার্তা দিয়েছে দুর্গাপুর   নগর   নিগম।  

প্রসঙ্গত, গত দুদিন দু্র্গাপুর সহ আশপাশের   এলাকায় প্রবল বৃষ্টি হয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, দুদিনে ১৩৪ মিলিমিটার   বৃষ্টি হয়েছে শিল্পশহর   দুর্গাপুরে।  আর   তাতেই বন্যা পরিস্থিতি হয় দুর্গাপুরের   একাধিক এলাকায়।

শনিবারও এই শোচনীয় অবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে   দিয়েছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা। তাঁদের বক্তব্য” আগে কখনও এলাকা এভাবে জলের   তলায় চলে যায়নি। অভিযোগ,’ শহরের   নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। অবৈধভাবে নির্মাণ, অপরিকল্পিত নগরায়নের   দরুন বার   বার   জল যন্ত্রনায় ভুগছে শহরবাসী। অথচ কারও কোনও ভ্রুক্ষেপ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *